বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, বাফুফের সঙ্গে সমন্বয় করে জেলা পর্যায়ের ফুটবল চালু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
তিনি বলেন, ‘জেলা পর্যায়ের ক্রীড়াঙ্গনকেও আমরা গুরুত্ব দিচ্ছি। বাফুফেকে জেলা পর্যায়ের ফুটবলের ব্যাপারে ডিজাইনিং করতে বলেছি। তারা সেই ডিজাইন করলে আমরা ২-৩ মাসের মধ্যে জেলা ফুটবল শুরু করব।’
আরও পড়ুন: চিলিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ২ সমর্থকের মৃত্যু, ম্যাচ পরিত্যক্ত
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ক্রীড়া ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ক্রীড়াক্ষেত্রের পুনর্গঠন ও সংস্কার নিয়ে কাজ করছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। ক্রীড়া বাজেটের বাজেটের যে স্বল্পতা আছে, আমরা সরকারকে অনুরোধ করেছি, ক্রীড়াক্ষেত্রে আরও প্রণোদনা দেওয়ার।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক অঞ্জন চৌধুরি পিন্টু। তিনিও জেলা পর্যায়ে খেলাধুলার দিকে বিশেষ নজর দেয়ার অনুরোধ জানান, ‘জেলা পর্যায়ে খেলাধুলা ঝিমিয়ে গেছে, এখানে উপদেষ্টা আছেন, তার কাছে আমার অনুরোধ থাকবে, তিনি যেন জেলার খেলাধুলার দিকে দৃষ্টি দেবেন। সবাই ভালো থাকবেন, ক্রীড়াঙ্গনের সাথে থাকবেন।’