জেমিকে টপকে নতুন রেকর্ড গড়লেন কাবরেরা

৩ সপ্তাহ আগে
বাংলাদেশের কোচ হিসেবে নতুন রেকর্ড গড়েছেন হাভিয়ের কাবরেরা। গত মঙ্গলবার ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে জামাল-হামজাদের ডাগআউটে দাঁড়িয়ে এ রেকর্ড গড়েন তিনি। এ ম্যাচটি ছিলো বাংলাদেশের ডাগআউটে কাবরেরার ৩০তম। এর আগে জামাল ভূঁইয়াদের ২৯টি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন জেমি ডে।

এতদিন বাংলাদেশের ডাগআউটে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ম্যাচের দায়িত্ব পালন করার রেকর্ড ছিলো জেমি ডে’র। ২০১৮ সালের মে মাস থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ফুটবল দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। এরপর ২০২২ সালের ৮ জানুয়ারি জামাল-তারিকদের কোচের দায়িত্ব নেন হাভিয়ের কাবরেরা। 

 

আগের কোচ জেমি ডে’র অধীনে ২৯টি ম্যাচ খেলেছিলো বাংলাদেশ, তার মধ্যে ৯টিতে জয় পেয়েছিলো তারা, হেরেছিলো ১৫টিতে। অন্যদিকে কাবরেরার অধীনে ৩০ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় ৮ ম্যাচে। ৭টি ড্র এবং ১৭টি ম্যাচ তারা হেরেছে। 

 

আরও পড়ুন: মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত, ‘সি’ গ্রুপে বাংলাদেশ

 

জয়ের দিক থেকে কাবরেরার চেয়ে সামান্য একটু এগিয়ে আছেন জেমি ডে। তবে সাফল্যের দিক থেকে আবার এগিয়ে আছে কাবরেরা। জেমির অধীনে সেরা সাফল্য সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া। আর কাবরেরা অধীনে ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। 

 

জেমি ডে’র অবশ্য আরও একটি সাফল্য আছে। তার অধীনেই ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ প্রথমবারের মতো গ্রুপ পর্ব টপকে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলো।

 

আরও পড়ুন: বাংলাদেশ ছাড়ার আগে যা বললেন হামজা

 

জেমি ডে ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের কোচের দায়িত্ব ছাড়ার পর অন্তবর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন অস্কার ব্রুজন ও মারিও লেমোস। ব্রুজনের অধীনে ৪ ম্যাচ খেলেছিলো বাংলাদেশ, তার মধ্যে একটি ম্যাচে জয় পেয়েছিলো। আর লেমোসের অধীনে ৩ ম্যাচ খেলে একটি জয় পেয়েছিলো বাংলাদেশ।

]]>
সম্পূর্ণ পড়ুন