এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ৫৮৭ রান করে অলআউট হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ ব্যাটারদের অবস্থা একেবারে নাজেহাল। ৮৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে দলকে টেনে তুলেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে মিলে যোগ করেন ৩০৩ রান। আর তাতেই রক্ষা ইংলিশদের।
ব্যাটিং করতে নেমে যেনো মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়লো ইংলিশদের ব্যাটিং অর্ডার। মোহাম্মদ সিরাজ-আকাশ দীপের সামনে যেনো কেউ-ই টিকতে পারছেন না। বড় বড় ব্যাটারদের নামের পাশে কোনো রান নেই, শূন্য রানেই ফিরেছেন ইংল্যান্ডের ৬ জন ব্যাটার।
দ্বিতীয় দিনের শেষ বেলায় ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ইংল্যান্ড। ৩ উইকেটে ৭৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন ব্রুক ও রুট। জো রুট দিনের শুরুতেই আউট হয়ে যান। ৮৪ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড। মোহাম্মদ সিরাজের বলে ক্যাচ আউট হওয়ার আগে রুট করেন ৪৬ বলে ২২ রান।
আরও পড়ুন: জাতীয় দলকে রেখে লন্ডনে যাচ্ছেন ফিল সিমন্স
অধিনায়ক বেন স্টোকস গোল্ডেন ডাকের শিকার হন। প্রথম বলেই সিরাজের বলে রিশাভ পান্টের তালুবন্দি হন। সেই ৮৪ রানেই পঞ্চম উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ফলে ভীষণ চাপে পড়ে ইংলিশরা।
এই দুরবস্থা থেকে দলকে উদ্ধার করেন ব্রুক ও জেমি। ষষ্ঠ উইকেটে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এটি। ভারতের বিপক্ষে এটি ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ রানের জুটি ও ষষ্ঠ উইকেটে এটি ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি। তাদের জুটি মোকাবিলা করেছে ৩৬৮টি বল।
হ্যারি ব্রুককে শিকার করে এই বিশাল জুটি ভাঙেন আকাশ দীপ। বোল্ড আউট হন ব্রুক। তার ব্যাট থেকে আসে ১৫৮ রান। তিনি খেলেন ২৩৪ রান। তার ইনিংসটি সাজান ছিল ১৭টি চার ও একটি ছক্কায়।
ব্রুক আউট হওয়ার পর আবার দ্রুত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ক্রিস ওকস ১৭ বলে ৫ রান করে আকাশের বলে আউট হন। তারপরই সিরাজের বলে এলবিডব্লিউ হন ব্রাইডন কার্স। তিনি রানের খাতায় খুলতে পারেননি। জশ টাং ও শোয়েব বশিরকেও শূন্য রানেই বিদায় করেন সিরাজ।
আরও পড়ুন: বিসিসিআইয়ের নিয়ম ভঙ্গ করেও শাস্তির ভয় পাচ্ছেন না জাদেজা
সঙ্গীর অভাবে আর ডাবল সেঞ্চুরি ছোঁয়া হয়নি জেমির। তিনি ক্রিজে অপরাজিত থাকেন ১৮৪ রানে। ২০৭ বলে এই ইনিংস খেলেন জেমি। তার দুর্দান্ত ইনিংসটি সাজান ছিল ২১টি চার ও চারটি ছক্কায়।
ইংল্যান্ডকে অলআউট করতে ছয়টি উইকেট শিকার করেন সিরাজ। ৭০ রানের বিনিময়ে ৬ উইকেট নেন এই পেসার। এটি তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার। আকাশ দীপ নেন ৮৮ রানের বিনিময়ে চার উইকেট।
বড় লিড নিয়ে ব্যাট করতে নামা ভারত দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে পায় ৫১ রান। ২২ বলে ২৮ রান করা যশস্বী জাইসওয়ালকে আউট করেন টাং। ১ উইকেটে ৬৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে ভারত।
]]>