জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে প্রেমিকাকে ধর্ষণ, মামলা

২ সপ্তাহ আগে
যশোরে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে প্রেমিকাকে বন্ধুর বাড়িতে নিয়ে এ ঘটনাটি ঘটিয়েছে তাজ নামে এক যুবক।

গত ৩১ মার্চ ঈদের দিন যশোর শহরের বেজপাড়া বুনোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিক ও তার বন্ধুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন প্রেমিকা। তবে, পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।


আসামিরা হলেন, যশোর শহরের শংকরপুর বটতলা মসজিদ এলাকার শাহাজানের ছেলে তাজ ও তার বন্ধু শংকরপুর নতুন বাস টার্মিনাল এলাকার মৃত অশোকের ছেলে আনন্দ।

আরও পড়ুন: নাতনিকে যৌন নিপীড়নের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার

মামলায় ওই নারী উল্লেখ করেছেন, তাজের সাথে তার তিন বছরের প্রেমের সম্পর্ক। ঈদের দিন সন্ধ্যায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে বের হতে বলেন তাজ। তিনি বের হলে কৌশলে বেজপাড়া বুনোপাড়ার একটি তিনতলা ফ্লাটে নিয়ে যায় তাকে। সেখানে যেয়ে দেখেন আনন্দ ফ্লাটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। এসময় তাকে একটি জুস খেতে বলেন তাজ। সে জুস খাওয়ার পর অর্ধ অচেতন হয়ে পড়েন। পরে তাকে ধর্ষণ করে তাজ। এসময় তিনি চিৎকার দিলে হত্যাসহ নানা ধরনের হুমকি দেন। পরে বিষয়টি পরিবারকে জানিয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন