শুক্রবার (৪ জুলাই) রংপুরে জনসভায় বক্তৃতা করেন তিনি।
অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, এ টি এম আজহারের মুক্তি বাংলাদেশের মুক্তিকামী তৌহিদি জনতার মধ্যে আলোড়ন তৈরি করেছে৷ গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে হলে দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে৷
তিনি বলেন, ইসলামি দলগুলোর মধ্যে গড়ে ওঠা ঐক্য কাজে লাগিয়ে দেশে সুষ্ঠু নির্বাচন ও সুবিচার নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না: পরওয়ার
দেড় দশকেরও বেশি সময় পর আয়োজিত এ জনসভায় নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে থেকেই রংপুর জিলা স্কুল মাঠ লোকে লোকারণ্য হয়ে পড়ে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা৷ গণমানুষের জনস্রোত জনসভাকে তৈরি করে জনসমুদ্রে৷
জনসভার সূচনায় রংপুরের ৩৩টি আসনে দলটির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। সদ্য কারামুক্ত এ টি এম আজহারুল ইসলামের আগমনের সঙ্গে সঙ্গেই মুহুর্মুহু স্লোগানে ফেটে পড়েন উপস্থিত নেতাকর্মীরা৷ মঞ্চে উপবিষ্ট হন জুলাই শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরা।