জুলাইয়ে ৩টির মতো লঘুচাপ, বন্যা পরিস্থিতি নিয়ে নতুন বার্তা

১ সপ্তাহে আগে
জুলাইয়ে সাগরে তিনটির মতো লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার (২ জুলাই) মাসব্যাপী দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয় জুলাইয়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ সময় বঙ্গোপসাগরে ১-৩ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

 

তবে অতিরিক্ত বৃষ্টি এবং বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

পূর্বাভাসে জানানো হয়, জুলাই মাসের প্রথমার্ধে মৌসুমি বৃষ্টিপাত জনিত কারণে দেশের প্রধান নদ-নদীসমূহের পানিসমতল সামগ্রিকভাবে বাড়তে পারে। মাসের দ্বিতীয়ার্ধে নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। এ মাসে কোথাও কোথাও ৫-৬ দিন বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে।

 

আবহাওয়ার আরও খবর

 

স্বাভাবিক বৃষ্টিপাতের মধ্যে এ মাসে দেশে বিচ্ছিন্নভাবে ১-২টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

]]>
সম্পূর্ণ পড়ুন