গ্রেফতার শেখ মিফতা ফাইজা নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, তার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনায় দেখা যায়, ফাইজা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়াও তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করতেন এবং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন।
তিনি আরও বলেন, সম্প্রতি জুলাই যোদ্ধাদের নিয়ে অশালীন বক্তব্য ভাইরাল হলে গত সোমবার কাঁকনহাট থেকে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন আরএমপির এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেফতার
সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহীর সিএন্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় কটূক্তি ও গালিগালাজ করেন। এ সময় তিনি পলাতক শেখ হাসিনার ছবি প্রদর্শন করে 'জয় বাংলা' স্লোগান দেন। পরবর্তীতে ওই ভিডিওটি ফেসবুকে রিল হিসেবে পোস্ট করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·