মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়-সম্পর্কিত সুপারিশকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার সনদে স্বাক্ষরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সংগঠনটি। তারা নির্বাচনের আগে গণভোটকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে সুপারিশে সরকার উল্লেখ থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদের আদেশ জারি প্রত্যাশা এনসিপির।
আরও পড়ুন: শাপলা প্রতীক আদায় করেই আগামী নির্বাচনে অংশ নেব: সারজিস
জাতীয় ঐকমত্য কমিশন থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ হস্তান্তর করার প্রতিক্রিয়ায় মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর পর্যটন মোটেলে সংগঠনটির পক্ষ থেকে সারজিস আলম আরও বলেন, গণভোট নির্বাচনের আগে হলে দলীয় প্রভাবমুক্ত থাকবে। গণভোটের সিদ্ধান্ত সন্তোষজনক।
নোট অফ ডিসেন্ট এর ব্যাপারটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক।
রাজশাহীতে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এনসিপির শীর্ষ নেতারা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'নির্বাচনের আগে জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে জড়িতদের বিচারের রোডম্যাপ তৈরি করতে হবে এবং অভিযুক্ত সেনা সদস্যদের বিচার প্রক্রিয়া চলমান রাখতে হবে।'
আরও পড়ুন: রূপরেখা দেখেই সনদে সই নিয়ে পুনঃবিবেচনা করবে এনসিপি: তুষার
তিনি আরও বলেন, 'আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না, ড. ইউনূসের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।'
এনসিপির নেতারা উল্লেখ করেন, যে রাজনৈতিক দল সংস্কারের বিপক্ষে দাঁড়াবে বা ইতিহাসে দায়ভার রয়েছে, তাদের সঙ্গে জাতীয় নির্বাচনে জোট করার কোনো সম্ভাবনা নেই। নাহিদ ইসলাম শাপলা না দেয়ার বিষয়টিকে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা বলেও মন্তব্য করেন।
রাজশাহীতে আয়োজিত এ সভায় রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া এবং নওগাঁর নেতারা উপস্থিত ছিলেন।
]]>

৩ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·