শুক্রবার (৪ জুলাই) বিকেলে আকস্মিক সফরের অংশ হিসেবে এরশাদনগর এলাকায় শহীদ নাফিসার বাসায় যান উপদেষ্টা।
এ সময় উপদেষ্টা নাফিসার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। পরে শহীদের কবর জিয়ারত করে আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায় এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। জুলাই শহীদদের স্বীকৃতি স্বরূপ সনদ প্রদানের বিষয়ে সরকার কাজ করছে।
আরও পড়ুন: নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে চায় সরকার: উপদেষ্টা শারমীন মুরশিদ
উপদেষ্টা আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে আহত অনেক মেয়ে হাসপাতালে যায়নি। তাদেরকে খুঁজে বের করতে কাজ করছে মন্ত্রণালয়।
আন্দোলনে আহত ছেলে-মেয়েরা মানসিক বিষণ্ণতায় ভুগছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন তাদের চিকিৎসার জন্যও সব ধরনের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নারীর পাশে দাঁড়াতে হবে: উপদেষ্টা শারমীন মুরশিদ
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিসা হোসেন মারওয়া।