সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার ডলার সঙ্গে নেয়ার সীমা রয়েছে। তবে ২০২৪ সালের জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় এই সীমা শিথিল করা হয়েছে।
এ পরিস্থিতিতে জুলাই বিপ্লবে আহতরা বিদেশে ১০ হাজার ডলারের বেশি ব্যাংকিং চ্যানেল, কার্ডে এবং নগদ ডলারে চিকিৎসা ব্যয় মেটাতে পারবেন।
আরও পড়ুন: ব্যাংক পরিচালকদের সভা সম্মানি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
তবে ২০১৮ সালের বিদেশি মুদ্রা লেনদেন গাইডলাইন অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার বা তার সমপরিমাণ বিদেশি মুদ্রা ছাড় করতে পারেন অনুমোদিত ডিলাররা। জুলাই বিপ্লবের সময় আহত ব্যক্তিদের বিদেশে চিকিৎসার জন্য অর্থ ছাড় দেয়া হলেও এই গাইডলাইনের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল বৈধ বৈদেশিক মুদ্রার ডিলারদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে সরকারি চাকরিতে কোটাব্যবস্থার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন জুলাই মাসে নতুন মাত্রা পায়। এই আন্দোলন একপর্যায়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রূপ নেয়। সে সময় পুলিশসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা এবং আওয়ামী লীগের সশস্ত্র ব্যক্তিরা আন্দোলনকারীদের ওপর গুলি চালালে শত শত মানুষের মৃত্যু হয়। আহত মানুষের সংখ্যাও অনেক।
]]>