মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে শহীদ ১৪ জন এবং আহত ১৯ জনের পরিবারকে চেক দেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
এ সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন, জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইহাছক হাসান এখলাস চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে শহীদ রাব্বীর মরদেহ নিজ বাড়িতে দ্বিতীয়বার দাফন
জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, ‘সরকারের পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারকে ২ লাখ টাকা দেয়া হচ্ছে। তবে আহতদের জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে ২০ হাজার করে টাকা দেয়া হচ্ছে।
তিনি জুলাই আগস্টে শহীদ ও আহতদের মামলার বিষয়ে বলেন, মামলার ব্যাপারে জেলা প্রশাসন সরাসরি কোনো হস্তক্ষেপ করবে না। যারা ক্ষতিগ্রস্ত ভিকটিম তারাই মামলার উদ্যোগ নেবে। ইতিমধ্যে যে সমস্ত নাশকতা এবং বিশেষ ক্ষমতা আইনে এগুলোর সব তদন্ত প্রতিবেদন প্রায় চলে গেছে। এগুলোর চার্জশিট হয়ে গেছে।