জুবিনের মৃত্যুর পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য, উত্তপ্ত আসাম

১ সপ্তাহে আগে
ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুর পর উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এর মধ্যেই প্রয়াত সঙ্গীত শিল্পীর মৃত্যুতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) অভিযুক্তদের কারাগারে নেয়ার সময় রণক্ষেত্র হয়ে ওঠে আসাম। জ্বালিয়ে দেয়া হয় পুলিশের গাড়ি।

‘জাস্টিস ফর জুবিন’ স্লোগানে বিক্ষুব্ধ জনতা পুলিশ কনভয়ের দিকে ইট-পাটকেল ছোড়ে এবং একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।


পুলিশ সূত্রে জানা গেছে, গায়কের মৃত্যুর ঘটনায় গ্রেফতার পাঁচজনকে সেদিন জেলা কারাগারে নেয়া হচ্ছিল। এদের মধ্যে রয়েছেন ইভেন্ট আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, আত্মীয় ও বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা সন্দীপন গর্গ এবং দুজন পিএসও, তাদের একজন নন্দেশ্বর বোরা। আদালতের নির্দেশে তাদের বিচারিক হেফাজতে পাঠানো হয়।

 

আরও পড়ুন: অভিনেতা পঙ্কজ মারা গেছেন


ভারতীয় গণমাধ্যমের খবর, অভিযুক্তদের বহনকারী গাড়ি কারাগারে পৌঁছালে শতাধিক বিক্ষোভকারী স্লোগান দিতে দিতে তাদের দিকে পাথর ছোড়ে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে উত্তেজিত জনতা একটি পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে এবং পরে শূন্যে গুলি ছোড়ে। টিয়ার গ্যাস নিক্ষেপের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকে কারাগার চত্বর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।

 

আরও পড়ুন: নিজের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ঐশ্বরিয়াকে উৎসর্গ করলেন অভিষেক


প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আচমকা স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান জুবিন। জুবিনের মৃত্যুর পরেই আসাম সরকার গোটা ঘটনার তদন্তে নেমে পড়ে। উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

]]>
সম্পূর্ণ পড়ুন