জুনে চুক্তি শেষ হবে, এই ফুটবলাররা এখনই দলবদলের আলাপ চালাতে পারেন

১ সপ্তাহে আগে
ইউরোপিয়ান ফুটবলের নিয়মটাই এই—ক্লাবগুলোর সঙ্গে ফুটবলারদের জুন পর্যন্ত চুক্তি হয়। মেয়াদ শেষ হওয়ার প্রায় ছয় মাস আগেই তারা অন্যদের সঙ্গে দলবদলের আলাপ চালাতে পারেন, অর্থাৎ জানুয়ারিতে খুলে যায় দলবদলের দরজা।

এবার দলবদলের দরজা খুলছে বেশ কয়েকজন নামি-দামি ফুটবলারের। নামগুলো দেখলে তাদের প্রতি অনেকের তীব্র নজরই হয়তো থাকবে। নেইমার, মোহামেদ সালাহ, কেভিন ডি ব্রুইনা, সন হিয়ং মিন, জশুয়া কিমিখ, টেন্ট আলেজান্ডার আরনল্ড, ভারজিল ফন ডাইক, লেরয় সানে, আলফনসো ডেভিস; এবার দলবদলের বাজারে ঝড় উঠলে উঠতেও পারে।


নেইমারের পিএসজি থেকে আল হিলালে যোগ দেয়ার বয়স হয়েছে ৫০৬ দিন। প্রায় দেড় বছরে তিনি সৌদির ক্লাবটির হয়ে খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ। সত্যিই শুনেছেন, মাত্র ৭ ম্যাচ। ইনজুরির কারণে অধিকাংশ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। যে কারণে তার ওপর মোটেই খুশি নয় হিলাল কর্তৃপক্ষ। সেটাই নেইমারের দলবদলের সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে। এই তারকার ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে যাওয়ার গুঞ্জন রয়েছে।


আরও পড়ুন: শীতকালই দলবদলে যাদের দিকে নজর


গত কয়েক মৌসুম ধরেই মোহামেদ সালাহর সঙ্গে লিভারপুলের সম্পর্কটা ভালো যাচ্ছে না। তারও জুনে চুক্তি শেষ হচ্ছে। প্রায়ই তার লিভারপুল ছাড়ার গুঞ্জন বাতাসে ভাসে। যদিও তাকে লিভারপুল তাকে ছাড়বে কি না, তা স্পষ্ট করে জানা যাচ্ছে না। অধিকন্তু মিশরীয় তারকা এই মৌসুমে উড়ছেন, ২৬ ম্যাচে করেছেন ২০ গোল, লিগের যার ১৭টি।


প্রায় ৯ বছর ধরে ম্যানচেস্টার সিটির অন্যতম সেরা পারফরমার কেভিন ডি ব্রুইনা। এই ক্লাবে চুক্তির শেষ বছরে পা দিলেন তিনি। তবে এখনই সিটি ছাড়ার সম্ভাবনা কম তার। শেষ পর্যন্ত দলবদল করলেও তাকে দেখা যেতে পারে সিটির সিস্টার কোনো ক্লাব, মেজর সকার লিগ কিংবা অর্থের ঝনঝনানিসম্পন্ন সৌদি প্রো লিগের কোনো দলে।


আরও পড়ুন: নিবন্ধনে ব্যর্থ, ওলমোকে নতুন বছরে পাচ্ছে না বার্সা!


ইউরোপে খেলা এশিয়ানদের মধ্যে দক্ষিণ কোরিয়ার সন হিয়ং মিন উপরের দিকেই থাকবেন। টটেনহ্যাম ও বেয়ার লেভারকুসেনের হয়ে দুশোর (১৯৯) মতো গোল তার। এই মৌসুম শেষে স্পারদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার। গুঞ্জন আছে দুই পক্ষের মধ্যে আরও এক বছরের চুক্তি হতে পারে কিংবা এবারই নতুন ঠিকানা খুঁজতে পারেন এই ৩২ বছর বয়সি।

]]>
সম্পূর্ণ পড়ুন