টসে জিতে আগে ব্যাট করতে নামে খুলনা। ৫৯ রানে প্রথম উইকেট হারিয়ে শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের। ৩০ রান করে ফিরে যান ওপেনার এনামুল হক বিজয়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। দলীয় ১৩৫ রানের মধ্যে ৫টি উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। তবে পরবর্তীতে অধিনায়ক জিয়াউর রহমান জনি দলের হাল ধরেন। এক প্রান্ত আগলে রেখে দলের স্কোর সচল রাখেন জনি।
জনির সঙ্গে জুটি বাধেন পারভেজ রহমান জীবন। ৬৯ রান করে ফিরে যান জিয়াউর রহমান। ৯১ বলে ৫টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি ছিলো তার ইনিংসে। জিয়াউর আউট হয়ে গেলেও প্রথম দিনের খেলা শেষে অপরাজিত আছেন নবম ব্যাটার হিসেবে মাঠে নামা জীবন। ৯১ বলে ৭২ রানে অপরাজিত তিনি। ৫টি বাউন্ডারি ও সমান সংখ্যাক ওভার বাউন্ডারি আছে তার ইনিংসে।
আরও পড়ুন: তিন–চার দিনের মধ্যেই টেস্ট অধিনায়কের নাম জানাবে বিসিবি
অন্য ব্যাটাদের মধ্যে ইমরানুজ্জামান ৪৩, সৌম্য সরকার ৩৭ রান করেন। বরিশাল বিভাগের হয়ে রুয়েল মিয়া ও মঈন খান ছিলেন সফল। দুজনই নেন ৩টি করে উইকেট, রুয়েল মিয়া ১৫ ওভারে খরচ করেন ৭৫ রান আর মঈন খান ১৯ ওভারে ৫৬। একটি করে উইকেট নেন ইয়াসিন আরাফাত মিশু, তানভীর ইসলাম ও শামছুর রহমান শুভ।
সকালে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ক্রিকেট লিগের খুলনা ভেন্যু ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. জুলফিকার আলী খানসহ বিভাগীয় ক্রীড়া সংস্থার অন্য কর্মকর্তারা।

৩ সপ্তাহ আগে
৮







Bengali (BD) ·
English (US) ·