‘জীবনের নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ, আইপিএলের চেক নয়’

১ সপ্তাহে আগে
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল ও পিএসএলের অনেক বিদেশি ক্রিকেটার নিরাপত্তাহীনতায় ভুগে নিজ নিজ দেশে পাড়ি জমিয়েছিলেন। দুই দেশ যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ায় ১৭ মে থেকে ফের মাঠে গড়াচ্ছে টুর্নামেন্ট। ফলে ক্রিকেটারদের ফের ভারত আসতে হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি হলেও নিরাপত্তার প্রসঙ্গটি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে প্যাট কামিন্স ও ট্রাভিস হেডসহ অনেকে এরইমধ্যে ভারতে ফিরেছেন। কেউ কেউ নতুন করে চুক্তি করে ভারতে আসছেন। তবে দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ক ও ফ্রেজার ম্যাকগার্ক, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জশ হ্যাজেলউড ভারতে ফিরছেন না। প্রথম দুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। মার্কাস স্টোইনিস, অ্যারন হার্ডি ও জস ইংলিসের ফেরার বিষয়ে এখনও ধোঁয়াশা।


যেসব অস্ট্রেলিয়ান এখনও ভারতে ফিরেননি, তাদের জন্য একটা পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটার মিচেল জনসন। অর্থের ব্যাপার-স্যাপার থাকলেও এই মুহূর্তে ভারতে ফেরা সমীচীন মনে করছেন না তিনি। তার মতে, চেকের চেয়ে জীবনের নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ।


আরও পড়ুন: আইপিএলের এনওসি পেলেন মোস্তাফিজ, কাল খেলবেন বাংলাদেশের হয়ে


জনসন নিজে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আইপিএলে খেলেছেন। দ্য নাইটলিতে এক কলামে তিনি লিখেছেন, ‘ভারতে ফেরার বিষয়ে যদি বলতেই হয়, তাহলে বলব এটা খুব সহজ সিদ্ধান্ত। আমার পক্ষ থেকে এটা ‘না’। জীবনের নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চেক নয়।’


জনসন মনে করছেন, আইপিএল ও পিএসএলের বাকি অংশ অন্য সময়ে আয়োজন করা উচিত। এই মুহূর্তে কাউকে দুই ফিরতে জোর করার পক্ষেও নন তিনি। জনসন লেখেন, ‘স্থগিত আইপিএল এবং পিএসএল পের শুরু হচ্ছে। কাউকে জোর করা উচিত নয় (ফেরার জন্য)। দুই টুর্নামেন্টই বন্ধ রাখা উচিত, নয়তো অন্যত্র স্থানান্তরের কথা ভাবা দরকার।’

]]>
সম্পূর্ণ পড়ুন