‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর নতুন পর্বে দেখা যাবে নোবেলকে। অনুষ্ঠানটি এরইমধ্যে প্রকাশ করেছে নোবেলের সাথে আলোচনার বিষয়বস্তু।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় বিশেষ এ পর্বে নোবেল ব্যক্তিগত ও ক্যারিয়ার বিষয় নিয়ে কথা বলেছেন যা আগে কখনো প্রকাশ্যে আনেননি।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে নোবেল জানান, ক্যারিয়ারের প্রথম টিভিসি আজও তার অনএয়ার হয়নি। নিজের ওই কাজ নিয়ে সন্তুষ্টও ছিলেন না তিনি।
অনুষ্ঠানে নোবেল আরও জানান, আফজাল হোসেনের নির্দেশনায় একটি চায়ের বিজ্ঞাপনচিত্রে কাজ করে তুমুল জনপ্রিয়তা পান তিনি।
বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটক ‘প্রাচীর পেরিয়ে’র নায়কও তিনি। এমন অনেক বলা-না বলা কথা উঠে আসবে রুম্মান-নোবেলের এবারের আলাপচারিতায়।
আরও পড়ুন: ওমরা পালনে মক্কায় অভিনেতা মুশফিক আর ফারহান
প্রসঙ্গত, নোবেলের অংশ নেয়া ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর নতুন (এগারো) পর্বটি আজ শনিবার (১১ অক্টোম্বর) প্রচারের কথা রয়েছে।
আরও পড়ুন: শুটিংয়ে শাকিব-তানজিন তিশা
]]>