কাব্য সাহিত্য বিভাগে পুরস্কার পেয়েছেন জাহিদ হায়দার ও গদ্যে পেয়েছেন মোস্তফা তারিকুল আহসান।
প্রধান অতিথি হিসেবে তাদের এই পুরস্কার তুলে দেন সাহিত্যিক মামুন হুসাইন।
ধানসিড়ি পত্রিকার প্রকাশক সৈয়দ সগির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ছড়াকার অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী, অধ্যাপক হাবিবুল ইসলাম, কবি আসমা চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সৈকত আরেফিন। স্বাগত বক্তব্য দেন কবি শামীম রেজা।
আরও পড়ুন: প্রকাশিত হলো আবুল হাসনাতের সর্বশেষ গ্রন্থ ‘বিদ্যাসাগর, জীবনানন্দ, নেরুদা ও অন্যান্য’
অনুষ্ঠানের নির্ধারিত আলোচনা সভা শেষে পুরস্কারপ্রাপ্ত কবি ও কথা সাহিত্যিকদের হাতে সম্মাননাপত্র, পুরস্কারের অর্থ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে জীবনানন্দ দাশের লেখা গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী সঞ্জয় হালদার, প্রজ্ঞা পারমিতা বোস ও নিপা সাহা।
এর আগে সকাল সকাল সাড়ে ১০টায় একই মিলনায়তনে স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ‘কবি জীবনানন্দ দাশ সাহিত্য সম্মাননা’ পেলেন ৫ কবি
এসময় উপস্থিত ছিলেন, কবি জাহিদ সোহাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার ফয়সাল বারী, লেখক ও গবেষক সাইফুল আহসান বুলবুল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ, অধ্যাপক রণজিৎ মল্লিক, কবি ও সংস্কৃতিজন টুনু রাণী কর্মকার, লেখক টিএম জালাল উদ্দিন, শফিক আমিন, আব্দুর রহমানসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা।
উল্লেখ্য, ধানসিড়ি সাহিত্য সৈকত, রাজাপুর ঝালকাঠি ও আড্ডা ধানসিড়ি বরিশালের উদ্যোগে ২০০৭ সাল থেকে সাহিত্যে বিশেষ অবদান রাখায় জীবনানন্দ পুরস্কার প্রদান করে আসছে।
]]>