জিরোনাকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করলো বার্সেলোনা

৩ সপ্তাহ আগে
লা লিগার চলতি মৌসুমে একেবারে অপ্রতিরোধ্য বার্সেলোনা। তাদের থামাতে পারছে না কেউ। এবার জিরোনাকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করলো কাতালানরা।

লা লিগায় রোববার (৩০ মার্চ) জিরোনাকে তারা হারিয়েছে ৪-১ ব্যবধানে। জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি।

 

ঘরের মাঠে এদিন বল দখল কিংবা আক্রমণ সব জায়গায় একক আধিপত্য ছিল বার্সার। তবে প্রথমার্ধে গোল পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে তাদের। ২২তম মিনিটে বাঁ কর্নার থেকে ক্রস নিয়েছিলেন পেদ্রি। ছয় গজ দূরত্ব থেকে হেড নিয়েছিলেন রোনাল্ড আরাহো। কিন্তু অল্পের জন্য সেটি জালে জড়ায়নি। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে আলতো ছোঁয়ায় বলের দিক পরিবর্তন করে দেন জিরোনা গোলরক্ষক।

 

৩৯তম মিনিটে তো গোলও আদায় করে নেয় বার্সা। তবে জুলেস কুন্দের সে গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। শেষমেশ লামিন ইয়ামালের নৈপুণ্যে ৪৩তম মিনিটে সাফল্যের দেখা পায় বার্সা। ডি-বক্সের বাইরে থেকে নেয়া তার ফ্রি-কিক ক্রস প্রতিপক্ষের লাদিসলাভ কেরেজসির গায়ে লেগে জালে জড়ায়।

 

আরও পড়ুন:  আর্নোল্ডের পর এবার ব্রুনো ফার্নান্দেজেও চোখ রিয়ালের

 

লিড নিয়ে বিরতিতে গেলেও ফিরেই হোঁচট খায় কাতালানরা। ৫৩তম মিনিটে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে কোনাকুনি শটে বল জালে পাঠান আর্নট ডানজুমা। সমতায় ফেরে জিরোনা। তবে তাদেরকে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেয়নি বার্সা। ৮ মিনিট পরই লিডে ফেরে কাতালানরা ফের্মিন লোপেস ডান দিক থেকে হেডে বল বাড়ান দূরের পোস্টে। আর সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে কোনোমতে হাওয়ায় ভেসে থাকা বল আলতো টোকায় জালে পাঠান লেভানদোভস্কি।

 

৭৭তম মিনিটে ব্যবধান বাড়ান এ পোলিশ তারকা। ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস ধরে, ডি-বক্সে সামনে একজনকে কোনো সুযোগ না দিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ৮৬তম মিনিটে ব্যবধান ৪-১ করেন ফেররান তোরেস।  জেরার্দ মার্তিনের পাস দারুণ এক ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে দ্বিতীয় ছোঁয়ার শটে দলকে উল্লাসে ভাসান স্প্যানিশ ফরোয়ার্ড।

 

আরও পড়ুন: মেসির রেকর্ড এখন গ্রিজম্যানের

 

২৯ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট বেড়ে হলো ৬৬। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৬৩। তিনে থাকা অ্যাতলোটিকো মাদ্রিদের পয়েন্ট ৫৭। ৩৪ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে জিরোনা।

]]>
সম্পূর্ণ পড়ুন