জিম্বাবুয়ে সিরিজেও চ্যালেঞ্জ দেখছেন শান্ত

১ সপ্তাহে আগে
অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের কোনো সিরিজকে যতটুকু গুরুত্বপূর্ণ মনে করা হয়, সেই কাতারে জিম্বাবুয়ে সিরিজকে অনেকেই হয়তো রাখবেন না। প্রতিপক্ষের শক্তিমত্তা বলে একটা কথা আছে যে। জিম্বাবুয়ে যে সত্যিকার অর্থেই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তুলনায় বহুগুণ পিছিয়ে। ফলে এই সিরিজকে টাইগারদের জন্য সহজই মনে করা হয়।

কিন্তু বাংলাদেশ দলের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন ব্যাপারটাকে এভাবে দেখেন না। তার কাছে সব দলই সমান, সব সিরিজই সমান। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন তিনি। শান্ত এই মতামত দিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে।


জিম্বাবুয়ে এই মাসেই বাংলাদেশ সফরে আসবে। সিলেটে ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট, চট্টগ্রামে দ্বিতীয়টি ২৮ এপ্রিল। এই সিরিজকে সামনে রেখে শুক্রবার (১১ এপ্রিল) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই চ্যালেঞ্জ থাকে। এখানেও অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। এর ভিন্ন কোনো চিন্তা থাকবে না। একটা বড় দলের সঙ্গে খেলার সময় যেই চিন্তাভাবনা বা চাপ থাকে, সেই চাপটাই থাকবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কীভাবে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ম্যাচটা শুরু করতে পারি।’


আরও পড়ুন: প্রথম ম্যাচে জায়গা পেলেন না রিশাদ


শান্তর মতো তার সতীর্থরাও জিম্বাবুয়ে সিরিজটিকে গুরুত্বের সঙ্গেই দেখছেন। তিনি বলেন, ‘ক্রিকেটাররাও এমন কিছু চিন্তা করছে না। আমি আশা করব, সাধারণ মানুষ বা মিডিয়াও এভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ।’


শান্ত অনুরোধ করেছেন যেন, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বলে ভাগাভাগি না করা হয়। তিনি বলেন, ‘আমরা যেন ভাগাভাগি না করি যে, জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা... প্রতিটি ম্যাচকে যেন একটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে চিন্তা করি।’

]]>
সম্পূর্ণ পড়ুন