বুধবার (২২ অক্টোবর) বিকেলে জিগাতলায় নেসক্যাফের একটি দোকানের ভেতরে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র আলফাজ সানি অপু (১৮) ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের একই বর্ষের কাজী ইশতেয়াক আহমেদ মুনিম (১৮)।
আহতরা জানান, বিকেলে তারা ৮-৯ বন্ধু মিলে জিগাতলা নেসক্যাফের ভেতরে আড্ডা দিচ্ছিলেন। তখন নূর মোহাম্মদ কলেজের প্রথম বর্ষের ২০-২৫ জন শিক্ষার্থী এসে অতর্কিত আক্রমণ করে। লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে পালিয়ে যায়।’
আরও পড়ুন: কিশোরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিল সহকর্মীরা, গুরুতর অবস্থায় ঢামেকে ভর্তি
আহতরা বলছেন, কী কারণে হামলা করেছে, জানেন না তারা। কারও সঙ্গে তাদের কোনো ঝগড়াও হয়নি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে অপুকে ভর্তি রেখেছেন চিকিৎসকরা। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
]]>
৪ সপ্তাহ আগে
৮







Bengali (BD) ·
English (US) ·