জাহাজে ৭ খুন: নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

১ সপ্তাহে আগে
চাঁদপুরের মেঘনায় জাহাজে সাত খুনের প্রকৃত ঘটনার রহস্য উদ্‌ঘাটন, বিচারসহ বিভিন্ন দাবিতে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। ২৬ ডিসেম্বর দিবাগত রাত ১২টার পর থেকে এ কর্মবিরতি পালন করে আসছিলেন তারা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূইয়া।


তিনি বলেন, সাত খুনের ঘটনায় আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এখন থেকে নদীতে নৌযান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এর কারণ ও বিস্তারিত পরে জানানো হবে।


গত ২৩ ডিসেম্বর বিকেলে চাঁদপুরে হাইমচরের মেঘনা নদী থেকে কার্গো জাহাজ এমভি আল-বাখেরার মোট ৮ কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে সাতজনকে মৃত এবং একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড ও নৌপুলিশ। 

 

আরও পড়ুন: চাঁদপুরে জাহাজে ৭ খুনের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা


ঘটনার একদিন পর চাঁদপুরে নৌপুলিশের হরিণা ফেরিঘাট ফাঁড়ির ইনচার্জ মো. কালাম বাদী হয়ে হাইমচর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। এরইমধ্যে তথ্যউপাত্ত সংগ্রহ করে র‌্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর সাকিব হোসেনের নেতৃত্বে বাগেরহাটের চিতলমারী থেকে আকাশ মন্ডল ওরফে ইরফানকে (৩০) গ্রেফতার করে। তিনি একই জেলার ফকিরহাটের জগদীশ মণ্ডলের ছেলে। ইরফান ওই জাহাজের খালাসি ছিলেন।


এ ঘটনায় ২৫ ডিসেম্বর ইরফানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

]]>
সম্পূর্ণ পড়ুন