খ্রিষ্টীয় ২০২৪ সালকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে গিয়ে নানা ঘটনা ও দুর্ঘটনার মুখোমুখি হয়েছে জার্মানি। রাতে জার্মানির বেশ কয়েকটি শহরে নিষিদ্ধ আতশবাজি পোড়াতে গিয়ে কয়েকজ নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
দেশটির ওশাটস, কেমনিটজ, নর্দরাইন ভেস্টফালেন, হামবুর্গ, ব্রান্ডেনবুর্গ, হ্যানোভারে নিজের হাতের বানানো আতশবাজির বিস্ফোরণেই এসব হতাহতের ঘটনা ঘটে।
রাজধানী বার্লিনসহ দেশটির আরো বেশ কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এসময় প্রায় ৪০০ জনকে আটক করা হয়।
আরও পড়ুন: বর্ষবরণের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনার তদন্তে এফবিআই
বর্ষবরণের রাতে রাজধানী বার্লিনে নানা ঘটনা ও দুঘর্টনায় অনেকের নির্ঘুম রাত কেটেছে। নগরীর ক্রয়েজবার্গে একটি বহুতল বাসভবনের গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটে। এসময় গ্যারেজে রাখা বেশ কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস।
এদিকে, নববর্ষের রাতেই বার্লিনবাসীকে পড়তে হয় পানির তীব্র সংকটে। নগরীর ভেডিংয়ে জরুরি পানির পাইপ ফেটে যাওয়ায় নগরজুড়ে ব্যাহত হয় পানি সরবরাহ। পানির লাইন প্রধান সড়কের নীচে হওয়ায় ট্রামও অন্যান্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
একজন দমকলকর্মী বলেন, ‘দেখুন এখনো আমরা নিশ্চিত হতে হতে পারিনি কেন এই দুর্ঘটনা। হয়তো পাইপটির বয়স হয়েছে তাই ফেটে গেছে। হয়ত উপরে ট্রাম চলাচলের কারণেও পাইপের এমন ক্ষতি পারে। তবে এই মুহূর্তে আসল কথা হলো রাতে পানি সরবরাহে সমস্যা হলেও সকাল থেকে পানি বাসায় পৌঁছে যাচ্ছে।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে গাড়ি উঠে যাওয়ার ঘটনায় নিহত ১০
শহরটির একজন বাসিন্দা বলেন, যতদূর জানি পানির পাইপটি ১৯২৪ সালের। পুরানো তাই হয়ত ফেটে যেতে পারে। কিন্তু নতুন বছরের প্রথম দিনেই এমন ঘটনা ঘটতে হবে এইটা কেমন কথা?
দেশজুড়ে এতকিছুর পরও নতুন বছরকে স্মরণীয় করে রাখতে দূরপাল্লার ম্যারাথনের আয়োজন করে বার্লিন শহর কর্তৃপক্ষ। শহরের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেট থেকে শুরু হওয়া ম্যারাথনে অংশ নেন সাড়ে চার হাজার প্রতিযোগী।