বুধবার (০৯ এপ্রিল) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মানববন্ধনের আগে এলাকায় বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় বাবু’র চাঁদাবাজি, সালিশি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ও অন্যায়-অত্যাচারের জন্য অতিষ্ঠ থাকতো পুরো ইউনিয়ন। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে দুইটি নাশকতার মামলা হলেও তাকে গ্রেফতার করছে না পুলিশ। উল্টো এখনও মানুষকে নানাভাবে হয়রানি করছে বাবু। তাই অতিদ্রুত বাবুকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তারা।
আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যা: আসামি বাবুর বছরে কারাগারে ৫ লাখ টাকা খরচ!
মানববন্ধনে দাঁড়িয়ে সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, ‘আমার স্বামীকে হারিয়ে ৩ সন্তান নিয়ে জীবনের সঙ্গে যুদ্ধ করেই দিন কাটছে। সংসার সন্তান কীভাবে যাচ্ছে একমাত্র আল্লাহ্ জানে। গত বছরের ২০ জুলাই হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে আসে। সেইদিন শতাধিক মোটর সাইকেল ও ২০ মাইক্রোবাস নিয়ে বিশাল শোডাউন করে বাড়িতে আসে। সে বেরিয়ে আমার পর সন্তানদের নিয়ে সারারাত বসে থাকি। শুনলাম খুনি বাবু চেয়ারম্যান নাকি আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছে। এলাকাবাসীসহ আমরা মানববন্ধন করছি। একজন গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যা করা হলো, তবুও এখনও বিচার পেলাম না। এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত যেন কোনোভাবেই তিনি চেয়ারম্যানের পদে দায়িত্বে না আসতে পারে, সেই দাবি করছি।’
নিহত সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত বলেন, ‘আওয়ামী লীগের সরকারে দোসর বাবু চেয়ারম্যান আমার বাবাকে হত্যা করেছে। হত্যা মামলায় জামিনে বেরিয়ে আবারও নানা ফন্দি আঁকছে। সে হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে এলাকায় অবস্থান করে প্রকাশ্যে বুক ফুলে চলছে। সরকার আমার বাবার হত্যাকারী বাবুকে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করেছিল। সেই পদে আবার এলো। শুনলাম বাবু চেয়ারম্যান পুনরায় চেয়ারম্যান পদ ফিরে পেয়েছে। আমরা আগামী তিন দিনের মধ্যে বাবু চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি করছি। যদি গ্রেফতার করা না হয় প্রয়োজনে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আবারও আন্দোলনে যাব।’
আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড: বিশাল শোডাউনে বাড়ি ফিরলেন কারামুক্ত বাবু চেয়ারম্যান
২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাবু চেয়ারম্যানের নেতৃত্বে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এরপর ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান তিনি।