জামায়াত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

২ সপ্তাহ আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাত তুলে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদরের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সমস্যা সৃষ্টি করে তাদের গণতন্ত্র ও নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা জনগণ বরদাস্ত করবে না।’

 

আরও পড়ুন: ধানের শীষ আপনাদের পাশে আছে, নৌকার সমর্থকদের ফখরুল

 

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী বলছে তারা পিআর ছাড়া নির্বাচনে যাবে না, ব্যক্তি বাদ দিয়ে তারা দলের কথা বলে, আমরা এটা মানতে রাজি না। কারণ মানুষ দলের প্রতীক দেখে নয় যোগ্য প্রার্থী দেখে ভোট দেয়।’

 

বিএনপি মহাসচিব বলেন, ‘কিছু সংখ্যক দল আছে যারা নির্বাচন চায় না। কারণ তারা জানে তারা নির্বাচিত হতে পরবে না। জনগণ তাদের মেনে নেবে না।’

]]>
সম্পূর্ণ পড়ুন