জামায়াত দুর্নীতিমুক্ত ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়

১ মাস আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (৬ মার্চ) লেডিস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত কর্তৃক সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ তথ্য জানান তিনি।


নায়েবে আমির জানান, অসৎ নেতৃত্বের কারণে দেশ অনেক পিছিয়ে গেছে। ক্ষমতায় গেলে জামাত কল্যাণমূলক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বলেও জানান তিনি।


আরও পড়ুন: স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: আব্দুল্লাহ মুহাম্মদ তাহের


ডা. তাহের বলেন, ‘অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত ২৪ এর অভ্যুত্থান গেলো পাঁচ-ছয় মাসে নানা অনৈক্যের কারণে কিছুটা ফিকে হয়ে গেছে।’


আগামী দিনে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় গণমাধ্যমকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন