সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার শ্রীনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসহাক খন্দকার বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে জামায়াতের নেতাকর্মীরা অমুসলিমদের পাশে থেকেছে, তাদেরকে নিরাপত্তা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে অমুসলিমদের নিরাপত্তা প্রদানে সহায়তা করেছে। সারা বাংলাদেশে হিন্দুদের ওপর কারা হামলা করে কারা তাদের জায়গা জমি লুটপাট করে! সেদিক তাকালেই বুঝবেন কারা এদেশে অমুসলিমদের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, ৫ তারিখ যে বিপ্লব হলো এটা শুধুই আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, এটা ফ্যাসিস্টের বিরুদ্ধে বিপ্লব, এটা চাঁদাবাজির বিরুদ্ধে বিপ্লব, এটা হাট-ঘাট দখল কারীদের বিরুদ্ধে বিপ্লব, টেন্ডারবাজদের বিরুদ্ধে বিপ্লব, এটা ধর্ষণকারীদের বিরুদ্ধে বিপ্লব, সকল অনিয়ম উপড়ে ফেলার বিপ্লব।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখলা ইউনিয়ন সভাপতি মমিনুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাস্টার বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নোয়াখালী জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, জামায়াতের নোয়াখালী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ, চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, পৌরসভা আমীর মাওলানা আক্তার হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর হোসাইন রিয়াজ, উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বাছির প্রমুখ।
আরও পড়ুন: স্বাধীন বাংলাদেশে চাঁদাবাজ ও লুটপাটের স্থান থাকবে না: জামায়াত আমির
চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলন অনুষ্ঠানে ইউনিয়নের শতশত নেতাকর্মীর উপস্থিতিতে ২০২৫-২০২৬ সেশনের ইউনিয়ন জামায়াত ও সহযোগী সংগঠনের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।