জামালপুরে ৪০ টিকিটসহ কালোবাজারি গ্রেফতার

১ সপ্তাহে আগে
আন্তঃনগর তিস্তা ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৪০টি টিকিটসহ মাসুদ রানা (৩৮) নামে এক টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে জেলার মেলান্দহ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তি মেলান্দহ পৌর এলাকার জালালপুর পশ্চিমপাড়া গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে।


আরও পড়ুন: অভিনব পন্থায় ট্রেনের অনলাইন টিকিট কালোবাজারি, গ্রেফতার ২


জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, মাসুদ রানা দীর্ঘদিন ধরে মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় কিছু অসাধু ব্যক্তি সহায়তায় অতিরিক্ত মূল্যে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে থানা পুলিশ মঙ্গলবার বিকালে সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় যাত্রীদের কাছে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রির সময় মাসুদ রানাকে উল্লেখিত টিকিটসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন