শুক্রবার (৪ জুলাই) রংপুরে জামায়াতের সমাবেশে তিনি এ দাবি করেন।
আজহারুল ইসলাম বলেন, যারা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে কথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে তাদের বিচার করতে হবে৷ যাদের হত্যা করা হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
তিনি বলেন, ‘আমার মুক্তির মাধ্যমে এটিএম আজহার নয়; ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পেয়েছে জামায়াতে ইসলাম। আমার বাকি জীবনটা আমি ইসলাম আর মাতৃভূমির সেবায় ওয়াকফ করে দিলাম।’
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা বলেছিল পালায় না, তারা পালিয়েছে কিন্তু আমাদের পাকিস্তানি বলা হলেও আমরা পালাই নাই৷’
আরও পড়ুন: জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: গোলাম পরওয়ার
এ সময় দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে ইসলামী ঐক্যের মাধ্যমে জুলাই শহীদদের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি জানিয়ে আজহারুল ইসলাম বলেন, ‘আধিপত্যবাদবিরোধী শক্তির হাতেই বাংলাদেশ নিরাপদ’।
]]>