জামায়াত দুর্নীতি-চাঁদাবাজি করবে না, করতেও দেবে না: নুরুল ইসলাম বুলবুল

৩ সপ্তাহ আগে
ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতে ইসলামীর আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী দুর্নীতি করবে না, দুর্নীতি করতেও দেবে না; সন্ত্রাস-চাঁদাবাজি করবে না, করতেও দেবে না। আমরা সরকার গঠন করতে পারলে সুদ-ঘুষমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ। এজন্য শ্রমজীবী মেহনতি মানুষদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে রিকশা ও ভ্যানচালকদের নিয়ে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘৩০০ টাকার একটি মুরগি ও একটি লুঙ্গি-শাড়ি দিয়ে ভোট কিনতে আসবে, তাদের প্রতিহত করতে হবে। ভোট কোনো ছেলেখেলা নয়, এটি পবিত্র আমানত। এই আমানতের হক আদায়ের জন্য কেউ যদি অর্থ বা উপঢৌকনের বিনিময়ে ভোট দেয়, তবে নির্বাচিত ব্যক্তির পরবর্তী অপরাধের দায়ও তার ওপর বর্তাবে। তাই যারা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি করবে না, তাদেরকেই ভোট দিতে হবে।’

 

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বুলবুল আরও বলেন, ‘যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে, তারা ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করবে না, কারণ তারা ইসলামের ধার ধারে না। খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ—এসব নিয়েই তারা ব্যস্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে। সত্য ও ন্যায়ের পথের পথিকদের সহযোগিতা করতে হবে, নইলে আমরা আবারও ফ্যাসিবাদের দিকে ফিরে যাব।’

 

আরও পড়ুন:   ১৭ বছরে একরাতেও নিজ ঘরে ঘুমাতে পারিনি: নুরুল ইসলাম

 

তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে দেখেছি; আগামী নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লাকে দেখতে চায়। এজন্য সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে কাজ করা এবং একটি নিরব বিপ্লবের মধ্য দিয়ে জামায়াতকে সরকার গঠনের সুযোগ দেয়া।’

 

শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি মো. এনায়েতুল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চলের পরিচালক আলহাজ্ব রফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুস সবুর, পৌর শাখার উপদেষ্টা গোলাম রাব্বানী ও সাবেক এমপি লতিফুর রহমান প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন