জামাইকায় বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় মেলিসার আঘাত, কয়েকজনের মৃত্যু

৩ সপ্তাহ আগে
উত্তর আমেরিকার দেশ জ্যামাইকায় পৌঁছানোর পর ক্যাটাগরি-৫ মাত্রার তীব্র ঝড়ে পরিণত হয়েছে হারিকেন মেলিসা। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এরইমধ্যে জামাইকাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, বিরল ক্যাটাগরি ৫-এ ১৭৫ মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাস সাথে আরও শক্তিশালী ঝোড়ো হাওয়া বইছে, যা এটিকে এই বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড়ে পরিণত করেছে।

 

মার্কিন আবহাওয়াবিদরা ‘বিপর্যয়কর এবং জীবন-হুমকিপূর্ণ পরিস্থিতির সতর্কবার্তা দিয়েছেন।

 

আরও পড়ুন:ক্যাটাগরি ৫ ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘মেলিসা’, ধেয়ে আসছে ২৬০ কিমি বেগে!

 

ঘণ্টায় ২৮২ কিলোমিটার গতিতে আঘাত হানা মেলিসা তীব্রতর হচ্ছে এবং মঙ্গলবার ভোরে ক্যারিবিয়ান দ্বীপে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

জ্যামাইকাতে প্রাণহানির পাশাপাশি হাইতি এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে মেলিসার ধীর গতির ফলে কিছু এলাকায় দীর্ঘস্থায়ী মুষলধারে বৃষ্টিপাত হতে পারে, যা মারাত্মক বন্যা এবং ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

 

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) এর সর্বশেষ তথ্য থেকে দেখা যায় যে, সর্বোচ্চ বাতাস এবং নিম্ন কেন্দ্রীয় চাপের দিক থেকে মেলিসা এই বছর এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড়।


সোমবার সন্ধ্যায় তাদের সর্বশেষ জনসাধারণের পরামর্শমূলক আপডেটে, এনএইচসি  সতর্ক করে দেয় যে, ‘রাতে এবং মঙ্গলবার ভোরে জ্যামাইকাতে বিপর্যয়কর এবং প্রাণঘাতী বাতাস, বন্যা এবং ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।


এতে বলা হয়েছে যে মেলিসা বর্তমানে রাজধানী কিংস্টন থেকে প্রায় ১৪৫ মাইল (দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি মাত্র ৩ মাইল বেগে পশ্চিম-উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে। 

 

এদিকে, জ্যামাইকার ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলগুলোর জন্য বাধ্যতামূলক স্থানান্তরের নির্দেশ জারি করা হয়েছে। 

 

আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ কয়েকজন

 

জাতীয় হারিকেন সেন্টার সতর্ক করে বলেছে, ৪০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত, ১৩ ফুট ঝড়ো জলোচ্ছ্বাস এবং ১৬০ মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাসের ফলে ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হতে পারে। 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন