রাজধানীর স্টেট গেস্ট হাউস যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ ঘোষণা দেন ওয়াতামি গ্রুপের প্রতিষ্ঠাতা মিকি ওয়াতানাবে।
তিনি বরেন, আমরা প্রায় ১২ হাজার বর্গমিটার জায়গা খুঁজছি একটি ড্রাইভিং স্কুল স্থাপনের জন্য। জাপানে দক্ষ চালকের ব্যাপক চাহিদা রয়েছে এবং বাংলাদেশ এই খাতে গুরুত্বপূর্ণ জনশক্তির উৎস হতে পারে।
প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে কর্মকর্তাদের নির্দেশ দেন যেন ঢাকার উপকণ্ঠে উপযুক্ত জমি চিহ্নিত করা হয় ড্রাইভিং স্কুলটির জন্য।
বৈঠকটি অনুষ্ঠিত হয় অধ্যাপক ইউনূসের গত মে মাসের জাপান সফরের ধারাবাহিকতায়, যেখানে জাপানি উদ্যোক্তারা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে পাক যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ, যে আলোচনা হলো
ওয়াতানাবে জানান, তিনি ইতোমধ্যে মনোহরদীতে (মুন্সীগঞ্জ জেলা) একটি ভাষা প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করেছেন, যেখানে অন্তত ৩ হাজার বাংলাদেশি কর্মীকে প্রশিক্ষণ ও নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৫২ জন কর্মী ইতোমধ্যেই জাপানে গেছেন। তারা নির্মাণ ও কৃষি খাতে কাজ করছেন বলে জানান ওয়াতানাবে।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জাপানি সংস্কৃতি, শিষ্টাচার ও আচরণবিধি শেখানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জাপানি শিষ্টাচার ও সংস্কৃতি শেখানো একাডেমির প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। এটি বাংলাদেশিদের জাপানকে ভালোভাবে বুঝতে এবং সেখানে গিয়ে আরও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।
আরও পড়ুন: সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা
এছাড়া প্রধান উপদেষ্টা ওয়াতানাবেকে পরামর্শ দেন, যেন প্রশিক্ষণের পরিধি বর্ধিত করে কেয়ারগিভিং, নার্সিং, নির্মাণ ও কৃষিক্ষেত্রেও প্রশিক্ষণ দেয়া হয়, কারণ এসব খাতে জাপানে দক্ষ কর্মীরা উচ্চ বেতন পান।
]]>
৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·