জাপান ১৫ বছরে ঘুরে দাঁড়িয়েছিল, আমাদেরও সঠিক নীতি নিতে হবে: ড. আনিসুজ্জামান

১ সপ্তাহে আগে
ঝুঁকি থাকা সত্ত্বেও স্বল্পোন্নত দেশ থেকে বের হতে বাংলাদেশ বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর বনানীতে ‘সামষ্টিক অর্থনীতি নিয়ে মাসিক বিশ্লেষণ’ (এমএমআই) শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, উন্নয়নের জন্য খুব বেশি সংস্কার প্রয়োজন হয় না। জাপানের অর্থনীতি মাত্র ১৫ বছরে ঘুরে দাঁড়িয়েছিল। এভাবে এশিয়া অঞ্চলের অনেক দেশের অর্থনীতি ১০–১৫ বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে। সুতরাং সঠিক নীতি গ্রহণ করতে হবে এবং সেগুলো বাস্তবায়নে সমন্বয় থাকতে হবে।

 

তিনি অভিযোগ করেন, আগের সরকারের এ নিয়ে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না।

 

মাসিক প্রতিবেদনে জিডিপি প্রবৃদ্ধি, বিনিয়োগ, বৈদেশিক আয়, রফতানিসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরে পিআরআই।

 

আরও পড়ুন: সুনীল অর্থনীতিতে আন্তর্জাতিক বিনিয়োগের প্রয়োজন, বলছেন বিশেষজ্ঞরা 

 

অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, অর্থিক খাতের শঙ্কা থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ।

 

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক খুরশীদ আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাইদি সাত্তার ও পিআরআইয়ের মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান। জাইদি সাত্তার বৈদেশিক খাত ও বৈশ্বিক অর্থনৈতিক পটভূমি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলীয় হাইকমিশনের উপপ্রধান ক্লিনটন পবকে ও দ্বিতীয় সচিব জোশুয়া গ্যাসুটান।

]]>
সম্পূর্ণ পড়ুন