জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আল্লাহ কোনো বিশেষ ইসলামী দলকে দেয় নাই

৩ দিন আগে
আল্লাহর কি রাজনৈতিক দল থাকতে পারে? শুধু ইসলাম নাম নিলেই বেহেশতে চলে যাবেন, জান্নাতে চলে যাবেন, এ ধরনের কোনো সার্টিফিকেট আল্লাহ কোনো বিশেষ ইসলামী দলকে দেয় নাই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্ছনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ধানের শীষ মার্কার সমর্থনে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছিল, যারা আবার হাসিনার সঙ্গে আমাদের বিরুদ্ধেও আন্দোলন করেছিল। তারা একটা বিশেষ ইসলামিক দল। তারা আজ বাড়িতে বাড়িতে গিয়ে তালিম দেয়; ওরা নাকি আল্লাহর দল।’


এ্যানি সবাইকে উদ্দেশ্যে বলেন, ‘বাড়িতে বাড়িতে গিয়ে যদি কেউ তালিম দিয়ে ওয়াদা করায়, ওই ওয়াদা আপনারা করবেন না। কারণ ওই ওয়াদা করে ধানের শীষের ভোট আরেকটা মার্কায় নিয়ে যাবে এই সুযোগ কি এ যুগে থাকতে পারে?’


আরও পড়ুন: একটা ইসলামিক দল করলে নাকি বেহেশতে যাওয়া যাইবো, এটা অপব্যাখ্যা-অপপ্রচার


তিনি আরও বলেন, ‘একজন মমিনের প্রকৃত গুণ হচ্ছে ইমান, আকিদা ঠিক রাখা, নামাজ, রোজা, হজ, যাকাত পালন করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, শান্তিরক্ষার জন্য সবার সঙ্গে কাজ করা, মাদকের বিরুদ্ধে কথা বলা।’


বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘আজকে যে পন্থায়, যে পদ্ধতিতে আমরা এগিয়ে চলছি, এটাই জিয়ার আদর্শ, জিয়ার রাজনৈতিক দর্শন। খালেদা জিয়ার পরামর্শে তারেক রহমানের নেতৃত্বে আজকে পুরো জাতি আমরা ঐক্যবদ্ধ। ধানের শীষ প্রতীক নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’


বিএনপি নেতা এ্যানি বলেন, ‘তারেক রহমানের স্পষ্ট ঘোষণা বিএনপির নাম ব্যবহার করে কোনো নেতাকর্মী ফায়দা নিতে পারবেন না।  বিএনপির পদ বা নাম ব্যবহার করে কেউ যদি কোনো অপকর্ম করে বিএনপিতে তার কোনো স্থান হবে না।’


আরও পড়ুন: বিশ্বের ইতিহাসে জিয়াউর রহমানের জানাজার মতো বড় জানাজা আর হয়নি: এ্যানি


তিনি বলেন, ‘১৭ বছর ত্যাগ স্বীকার করেছি, অত্যাচারিত হয়েছি, মামলা খেয়েছি, জেলে ছিলাম চাওয়া-পাওয়ার কিছু নেই। নেতাকর্মীরাও মামলা খেয়েছে, জেলে ছিলেন, অত্যাচারিত হয়েছেন। বেঁচে আছি, এটাইতো যথেষ্ট। তাহলে কিসের চাওয়া-পাওয়া। আল্লাহর হুকুম হয়েছে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। গণতন্ত্র ফিরিয়ে পেয়েছি, এই স্বাভাবিক জায়গায় সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে চাই। এর চেয়ে বেশি আমাদের চাওয়া পাওয়া নাই।’


এ্যানি বলেন, ‘এজন্যই বার বার তারেক রহমান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কেউ বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করবেন না। বিএনপির পদ ব্যবহার করে কেউ ফায়দা নেয়ার চেষ্টা করবেন না। তাহলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করে দেয়া হবে। বিএনপিতে থাকার তার কোনো সুযোগ থাকবে না।’


এ সময় উপস্থিত ছিলেন: ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, বিএনপি মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুনুর রশিদ ও
জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

]]>
সম্পূর্ণ পড়ুন