জানুয়ারিতেই সিলেট বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু করতে চায় বেবিচক

১ সপ্তাহে আগে
অবকাঠামোগত সব নির্মাণ কাজ শেষ হওয়ায় জানুয়ারিতে সিলেট এয়ারপোর্ট থেকে কার্গো সার্ভিস চালু করতে চায় সিভিল এভিয়েশন। এছাড়া সংশ্লিষ্ট সরঞ্জামসহ সার্বিক প্রস্তুতি নিতে বলা হয়েছে বাংলাদেশ বিমানকে। ব্যবসায়ীরা বলছেন, রফতানি কার্যক্রম শুরু হলে সৃষ্টি হবে কর্মসংস্থান। তবে উদ্যোগ লাভজনক করতে শিল্পভিত্তিক পণ্য আমদানি-রফতানির পরিবেশ তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের।

সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয়েছে দুবছর আগেই। এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নতুন বছরের শুরুতেই চালুর প্রক্রিয়ায় রয়েছে কার্গো কমপ্লেক্সটি।

 

অবকাঠামোগত ব্যবস্থাপনার অংশ হিসেবে তৈরি হয়েছে বিশাল ছাউনি। আন্তর্জাতিক কার্গো কমপ্লেক্সের মান নিশ্চিতে পণ্য পরীক্ষায় বসানো হয়েছে এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম বা ইডিএস মেশিন। এছাড়া সহযোগী হিসেবে রয়েছে আরো দুটি মেশিন। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, প্রস্তুতি সম্পন্ন হওয়ায় জানুয়ারিতেই কার্গো কমপ্লেক্স চালুর পরিকল্পনা রয়েছে।

 

আরও পড়ুন: থার্ড টার্মিনাল প্রকল্প / ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান হবে: দুদক

 

রফতানিকারকরা বলছেন, এ অঞ্চল থেকে সরাসরি রফতানি শুরু হলে বাড়বে ব্যবসার পরিধি, প্রভাব পড়বে জীবন জীবিকায়। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক মো. হিজকিল গুলজার বলেন, সরাসরি রফতানি শুরু হলে দেশের ওষুধ, শাক-সবজি, পোশাকসহ নানা পণ্যের রফতানি বাড়বে। এতে তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থানেরও।

 

মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে সিলেট অঞ্চলের বিভিন্ন সবজি ও মাটির তৈজসপত্রের চাহিদা রয়েছে। তবে ব্যবসায়িক ভাবে লাভবান হওয়া নিয়ে আছে বিশেষজ্ঞদের প্রশ্ন। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, আগে বাজার বিশ্লেষণ করতে হবে। না হলে ব্যবসায়িক ভাবে লাভ নাও হতে পারে।

 

এক্ষেত্রে পরিবহন ভাড়া কমাতে পারলে ভালো ফলাফল পাওয়ার আশা ব্যবসায়ীদের। মো. হিজকিল গুলজার বলেন, ঢাকা বা অন্যান্য এলাকা থেকে পণ্য পরিবহনের খরচ কমাতে হবে। খরচ কমলে বিদেশে পণ্য রফতানি ব্যয়ও কমবে।

 

তবে যে কোনো পরিবহন ব্যবস্থাপনায় দ্বিমুখী যাত্রী বা মালামালের চাপ না থাকলে যে কোনো অত্যাধুনিক ব্যবস্থাপনাও ভেস্তে যেতে পারে অলাভজনক পরিচালন ব্যয়ের ভারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

]]>
সম্পূর্ণ পড়ুন