জানি না হাসনাত আব্দুল্লাহ কাদের পথের কাঁটা: জামায়াত আমির

৩ সপ্তাহ আগে
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

রোববার (০৪ মে) রাতে ফেসবুকে এক পোস্টে তার ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জানি না হাসনাত আব্দুল্লাহ কাদের পথের কাঁটা।

 

হাসনাত আব্দুল্লাহর ওপর যে বা যারা হামলা করেছে এটা কাপুরুষোচিত। প্রতিবাদী কণ্ঠকে কখনও হামলা করে থামানো যায় না বলেও উল্লেখ করেন তিনি।

 

আরও পড়ুন: হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় শিবিরের বিবৃতি

 

তিনি আরও বলেন, জানি না হাসনাত আব্দুল্লাহ কাদের চোখেরবালি কিংবা পথের কাঁটা। তবে এটা কোনো রাজনৈতিক আচরণ নয়। নিঃসন্দেহে এটা সন্ত্রাসী কার্যক্রম।

 

সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে গাজীপুরে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে বলে জানান দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এতে হাসনাতের হাত রক্তাক্ত হয়েছে বলেও জানান তিনি। ফেসবুক পোস্টে হাসনাতের লোকেশন জানিয়ে তাকে উদ্ধারে দলের নেতাকর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

 

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন, কমেন্টে ‌লোকেশন দিচ্ছি।’

 

সারজিসের পোস্ট অনুযায়ী হাসনাতের গাড়িতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলা চালানো হয়েছে।

 

আরও পড়ুন: গাজীপুরে সন্ত্রাসী হামলায় হাসনাতের হাত রক্তাক্ত

 

এর আগে, গত বছরের ২৭ ও ২৮ নভেম্বর রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইলে হাসনাতের গাড়িকে চাপা দেয়ার চেষ্টা হয়।  
 

]]>
সম্পূর্ণ পড়ুন