জাতীয় দলে ফিরতে নেইমারের কি করতে হবে জানালেন আনচেলত্তি

২ সপ্তাহ আগে
দুই বছরের বেশি সময় ধরে ব্রাজিল দলে ডাক পান না নেইমার। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। তবে এরপর আর দলে ডাক পাননি নানা কারণে। কিন্তু নেইমারের মতো খেলোয়াড় এখনও বিশ্বের সেরাদের কাতারে রাখা যায়, তাতে কোনো সন্দেহ নেই। তবে জাতীয় দলে আবারও জায়গা পেতে তার কি করতে হবে সেটা জানালেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

নেইমার আগেই জানিয়েছেন, আগামী বছরে হতে যাওয়া বিশ্বকাপে খেলতে চান তিনি। যার কারণে পরিশ্রমও করে যাচ্ছেন ৩৩ বছর বয়সি এই তারকা। তবে ইনজুরি ও ফিটনেসজনিত কারণে দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলে জায়গা হচ্ছে না তার।


তবে সকলেই জানে, দলে নেইমার থাকলে ব্রাজিল দল যেকোনো খেলার মোড় ঘুড়িয়ে দিতে পারে। তবে বিশ্বকাপে ইনজুরি জর্জরিত নেইমারকে চাইবেন না আনচেলত্তিও। কিন্তু দলে জায়গা পেতে কি করতে হবে সেটাও জানিয়েছেন এই ইতালিয়ান কোচ।


আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয়, এখন ওর খেলা উচিত ডান-বাঁ প্রান্তে নয়, বরং কেন্দ্রে। কারণ, আধুনিক ফুটবলে উইঙ্গারদের শুধু আক্রমণ নয়, রক্ষণেও সাহায্য করতে হয়। মাঝখানে খেললে সেই চাপটা অনেক কমে যায়। আর গোলপোস্টের কাছাকাছি থাকলে প্রতিভাবান খেলোয়াড়ের সামনে গোল করার সুযোগও বেড়ে যায়। তাই ‘‘ফলস নাইন’’ হতে পারে নেইমারের জন্য আদর্শ পজিশন।’


আরও পড়ুন: আবারও নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা 


আসন্ন প্রীতি ম্যাচে নেইমার ব্রাজিল দলে ডাক না পেলেও আনচেলত্তির কথাতে মনে হচ্ছে, তিনি চান নেইমার বিশ্বকাপ দলে থাকুক। তাই এখন নেইমারের সেরা পজিশনটা বলে দিয়েছেন তিনি।


আগামী ১৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে এবং ১৮ নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।     

]]>
সম্পূর্ণ পড়ুন