ঐতিহ্য রক্ষা ও অভিযোজন পরিকল্পনা তৈরিতে খুলনায় শুরু হয়েছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালা। বৃহস্পতিবার (১৫মে)সকালে খুলনার একটি হোটেলে ‘প্রিজার্ভিং লিগাসিস’ প্রকল্পের আওতায় এ কর্মশালার উদ্বোধন হয়।
বক্তারা বলেন, ঐতিহ্যস্থাপনাগুলো নিছক পুরাকীর্তি নয়—এগুলো জাতির ইতিহাস, সংস্কৃতি ও গবেষণার গুরুত্বপূর্ণ উপাদান। জলবায়ুর বিরূপ প্রভাবে এসব স্থাপনার অস্তিত্ব এখন হুমকির মুখে। বিশেষ করে ইউনেস্কো ঘোষিত বাগেরহাটের ষাটগম্বুজসহ মসজিদ নগরীর স্থাপত্যগুলো অতিবৃষ্টি, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও জলাবদ্ধতার কারণে ক্ষতির শিকার হচ্ছে। এসব রক্ষায় এখনই জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী।
সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের গবেষক এবং প্রকল্প নির্বাহী পরিচালক ড. ভিক্টোরিয়া হারম্যান। বিশেষ অতিথির বক্তব্যে চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম বলেন, এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।
আরও পড়ুন: ধসে পড়ছে দক্ষিণাঞ্চলের নদীকেন্দ্রিক অর্থনীতি
প্রকল্পের বাগেরহাট সাইট টিমের সমন্বয়ক স্থপতি ড. খন্দকার মাহফুজ উদ দারাইন প্রকল্পের উদ্দেশ্য, বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমীনও বক্তব্য রাখেন।
তিনদিনের এই আয়োজনে ঐতিহাসিক বাগেরহাট শহরের জলবায়ু ঝুঁকি মূল্যায়ন (CRI) এবং অভিযোজন কৌশল নির্ধারণ করা হবে। দ্বিতীয় দিনে আলোচনায় আসবে ভবিষ্যতের জলবায়ু পরিস্থিতি (২০৬০ ও ২১০০ সালের প্রক্ষেপণ), আর তৃতীয় দিনে হবে সুপারিশ উপস্থাপন।
সমাপনী অনুষ্ঠান হবে ১৭ মে বিকেল ৪টায়। সেখানে অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হবে।