জানা গেছে, পার্বত্যাঞ্চলে বসবাসকারী মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে মারমারা পালন করে উৎসব। এই উৎসবকে ঘিরে মারমা পল্লীগুলোতে চলছে নানা আয়োজন।
এ উপলক্ষে স্থানীয় রাজার মাঠে আয়োজন করা হয় মৈত্রী পানি বষন বা জলকেলি উৎসব। বিভিন্ন পাড়া থেকে পানি উৎসবে যোগ দিতে রাজার মাঠে ছুটে আসে হাজার হাজার মারমা তরুণ-তরুণী। তারা একে অপরকে পানি ছিটিয়ে নেচে গেয়ে আনন্দ উদযাপন করে। শুধু তরুণ-তরুণীরাই নয় তাদের পাশাপাশি আনন্দ উদযাপনে অংশ নেয় শিশু বৃদ্ধসহ সব বয়সী মানুষ।
আরও পড়ুন: বৈসাবি উপলক্ষে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলাধুলা
এছাড়াও পানি উৎসবে অংশ নিয়েছে পাহাড়ে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা। শুধু তাই নয় সাংগ্রাই উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে পর্যটকরা। সবার অংশগ্রহণে উৎসবের নগরীতে পরিণত হয় বান্দরবান।
সাংগ্রাই উৎসবের মাধ্যমে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় থাকার পাশাপাশি পাহাড়ে শান্তি বজায় থাকবে বলে জানান আয়োজক কমিটির সভাপতি চনু মং মার্মা।
তিনি বলেন, `সাংগ্রাই আমাদের প্রধান সামাজিক উৎসব। এটিকে ঘিরে পাহাড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ উৎসবে অংশগ্রহণ করে। আমরা পাহাড়ে সবাই মিলে মিশে শান্তিতে থাকতে চাই। এ উৎসবের মাধ্যমে আমরা সেটি সবাইকে জানান দিতে চাই। আশা করি আমরা সুন্দরভাবে আমাদের এ উৎসব শেষ পর্যন্ত সবার অংশগ্রহণে পালন করতে পারব।'
আরও পড়ুন: ইউপি চেয়ারম্যান আতুমং মারমা হত্যায় ২০ জনের বিরুদ্ধে মামলা
উল্লেখ্য, ১৩ এপ্রিল থেকে পাহাড়ে শুরু হয় সাংগ্রাই উৎসব। চলবে ১৮ ই এপ্রিল পর্যন্ত।
]]>