জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিখাইল কাভেলাশভিলি

১ সপ্তাহে আগে
ডানপন্থি পিপলস পার্টির নেতা ও ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক তারকা খেলোয়াড় মিখাইল কাভেলাশভিলি জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

কয়েক সপ্তাহের বিক্ষোভ ও পশ্চিমাপন্থি পূর্বসূরির পদত্যাগে অস্বীকৃতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে রোববার (২৯ ডিসেম্বর) রাজধানী তিবলিসিতে দেশটির পার্লামেন্টে শপথ নেন রুশপন্থি ও পশ্চিমাবিরোধী এই নেতা।

 

এদিকে বিদায়ী প্রেসিডেন্ট সালোমে জুরাবিশফিরি আবারও পদত্যাগ করতে অস্বীকার করেন। রোববার রাজধানীতে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে জড়ো হওয়া কয়েকশ’ সমর্থকের সামনে তিনি বলেন, তিনি সরকারি বাসভবন ছেড়ে যাচ্ছেন। তবে তিনিই জর্জিয়ার ‘একমাত্র বৈধ প্রেসিডেন্ট’।

 

মিখাইল কাভেলাশভিলির শপথ অনুষ্ঠানের প্রতি ইঙ্গিত জুরাবিশফিরি বলেন, ‘এটা পুরোই প্যারোডি, যা বর্তমানে সংসদে চালানো হচ্ছে, এটি একটি সত্যিকারের প্যারোডি যা দেশের প্রাপ্য নয়।

 

আরও পড়ুন: এবার নরওয়েতে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান

 

তিনি আরও বলেন, কাভেলাশভিলিকে যথাযথভাবে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয়া হয়নি। কারণ যে আইনপ্রণেতারা তাকে বেছে নিয়েছেন, তারা অক্টোবরের সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। আর ওই নির্বাচনে জালিয়াতি হয়েছিল।

 

ইউরোপীয় ইউনিয়নপন্থি এই নেতা ও তার সমর্থনে বিক্ষোভকারীদের দাবি, নতুন করে নির্বাচন আয়োজন করতে হবে। তবে ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক জর্জিয়ান ড্রিম পার্টি এবং দেশটির নির্বাচন কমিশন বলছে, অক্টোবরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।

 

রোববার পার্লামেন্টে কাভেলাশভিলির প্রেসিডেন্ট প্রার্থিতা ৩০০ জন আইনপ্রণেতার মধ্যে ২২৪ জন সমর্থন করেন। ৫৩ বছর বয়সি কাভেলাশভিভিই একমাত্র প্রার্থী হিসেবে বিবেচিত হন। এরপর বাইবেল ও সংবিধানে হাত রেখে শপথ নেন তিনি।

 

জর্জিয়ার সবচেয়ে সফল ও ঐতিহ্যবাহী ক্লাব দিনামো তিবিলিসিতে সিনিয়র খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শুরু হয় কাভেলাশভিলির। স্পারটাক ঘুরে ১৯৯৫ সালে দলবদলের অন্তিম মুহূর্তে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান তিনি।

 

আরও পড়ুন: আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন

 

সিটিতে দুই বছরের মতো খেলেছিলেন স্ট্রাইকার কাভেলাশভিলি। ১৯৯৭ সালে গ্রাসহোপার্সে ধারে যাওয়ার আগে সিটির হয়ে লিগে ২৮টি ম্যাচ খেলেন, করেন ৩ গোল। 

 

এরপর ২০০৬ সালে বুটজোড়া তুলে রাখার আগে আরও একাধিক ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন তিনি। জর্জিয়ার হয়ে ১৯৯১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত খেলেছেন ৪৬ ম্যাচ, গোল ৯টি।

 

ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির প্রতিনিধিত্ব করে ২০১৬ সালের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন কাভেলাশভিলি। এরপর ২০২২ সালে তিনি জর্জিয়ান ড্রিমের একটি স্যাটেলাইট পার্টি হিসেবে পিপলস পাওয়ার প্রতিষ্ঠা করেন। 

 

আরও পড়ুন: জার্মানির পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট, নির্বাচনের তারিখ ঘোষণা
 

]]>
সম্পূর্ণ পড়ুন