সোমবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত হাদিয়ার রহমান খান উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত শমসের খানের ছেলে। তিনি কৃষি জমি চাষাবাদের পাশাপাশি চাকুলিয়া জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: টয়লেটে লুকিয়ে ছিল বিষাক্ত সাপ, কামড়ে প্রাণ গেল শিশু রায়হানের
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমাম হাদিয়ার চাকুলিয়া জামে মসজিদে ইমামতির পাশাপাশি নিজের কৃষি জমিতে চাষাবাদ করতেন। সোমবার বিকেলে তিনি নিজ জমিতে কালাই রোপণ করতে যান। কলাই রোপণের এক পর্যায়ে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।
হাদিয়ার রহমান ওই অবস্থায় বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে তারা স্বজনরা তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাকচি বলেন, হাদিয়ার রহমান খান নামে একজন সাপে কাটা ব্যক্তিকে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
]]>
৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·