জমি নিয়ে বিরোধে প্রাণ গেল দুলাভাইয়ের, অভিযুক্ত দুই শ্যালক পলাতক

২ সপ্তাহ আগে
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে শ্যালকের লাঠির আঘাতে দুলাভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মোজাহার আলী বেপারী সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার বেপারীপাড়া গ্রামের মৃত এসহাক আলীর ছেলে।

 

আরও পড়ুন: ময়মনসিংহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 

স্বজনরা জানান, নিহত মোজাহার আলীর সঙ্গে তার শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেনের দীর্ঘদিন ধরে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেন এলোপাতাড়ি মারপিট করে এবং লাঠি দিয়ে আঘাত করলে মোজাহার আলী মাটিতে লুটিয়ে পড়েন।

 

পরে স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত লুৎফর রহমান ও নবীর হোসেন পলাতক রয়েছে।

 

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন