শুক্রবার (৪ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত আকমল হোসেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কেয়াগ্রামের মৃত ইয়াছিন খাঁর ছেলে। আর অভিযুক্ত ভাগনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাংকুলা গ্রামের ইমদাদুল হকের ছেলে ইউনুস আলী।
স্থানীয়রা জানায়, জমি নিয়ে নিহত আকমল হোসেনের সাথে তার ভাগনে ইউনুস আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে শৈলকুপার খুলুমবাড়িয়া বাজারে মামা আকমলের সঙ্গে ভাগনে ইউনুস আলীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইউনুস তার মামার গলায় গামছা পেঁচিয়ে টান দিলে সেখানেই মারা যায় মামা আকমল হোসেন।
আরও পড়ুন: চাঁদা না দেয়ায় ভাগনের বাড়িতে মামার আগুন!
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত ইউনুস আলীকে গ্রেফতারে অভিযান চলছে।’