শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ঘোড়া চত্বর এলাকায় এ ঘটনায় ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীদের ভাষ্যমতে, নিহত সুরুজ আলীরা ৬ ভাই ও ৩ বোন। সুরুজ আলীর বাবা মারা যাওয়ার আগে নগরীর বন্ধগেটের বসতবাড়ি ৫ ছেলের নামে দিয়ে যান। এনিয়ে ২ বোনের সঙ্গে ভাইদের বিরোধ চলে আসছিল। বিকেলে ২ বোন তার ছেলেদের নিয়ে বাড়িতে গিয়ে ৩ ভাইকে হত্যার হুমকি দেয়। এতে সুরুজ আলীসহ তার অন্য দুইভাই রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন। থানা থেকে বাড়ি ফেরার পথে ঘোড়া চত্বরে পৌঁছালে ভাগনে হিরা ও লিলুসহ কয়েকজন সুরুজ আলীসহ মামাদের ওপর হামলা চালায়।
এতে সুরুজ আলী অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, এবার সড়কে ঝরল বড় ভাইয়ের প্রাণ
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
নিহত সুরুজ পেশায় মাইক্রোবাসের চালক ছিলেন।