ম্যাচটি শেষ হয়েছে ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৪) সেটে।
জকোভিচ ম্যাচটি খেলতে নেমেছিলেন শততম শিরোপা জয়ের মাইলফলককে সামনে রেখে। গত বছর প্যারিস অলিম্পিকে জেতা স্বর্ণপদকটি এই সার্বিয়ানের ৯৯তম শিরোপা। হার্ড রক স্টেডিয়াম থেকে ১০০তম শিরোপা জয়ের অপেক্ষা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ২৪টি গ্র্যান্ডস্লামের মালিককে।
আরও পড়ুন: দাবানলের পর প্রশ্ন, অলিম্পিক হবে তো লস অ্যাঞ্জেলেসে?
টেনিসের উন্মুক্ত যুগে একশটি পেশাদার ট্রফি জিতেছেন, এমন খেলোয়াড় মাত্র দুজন—জিমি কনরস ও রজার ফেদেরার। সেই এলিট ক্লাবে প্রবেশের সুযোগ ছিল সার্বিয়ান তারকার সামনে। কিন্তু ১৯ বছরের চেক প্রজাতন্ত্রের তারকার সঙ্গে পেরে উঠলেন না শেষ পর্যন্ত। তার কাছে, যিনি শৈশবে জকোভিচকে দেখে টেনিসে এসেছিলেন। মেনসিকের জন্য এটা তো রূপকথাই!
জাকুব মেনসিক বলেন, ‘আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। তার মতো কিংবদন্তি খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারাটা গর্বের, আমি ছোটবেলা থেকে তাকেই আদর্শ মেনে এসেছি। হারাতে পারব এটা কখনোই ভাবিনি। এটা শুধু একটা ম্যাচ জয় নয়, আমার ক্যারিয়ার বদলে দেওয়ার মতো জয়। এ শিরোপা আমার কাছে বিশেষ।’