ছোট ভাইয়ের স্ত্রীর হামলায় ভাসুর নিহত

১ সপ্তাহে আগে
বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর হামলায় দেলোয়ার হোসেন ফকির (৬৫) নামে এক ব্যক্তি নিহতের অভিযোগ উঠেছে।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে এ ঘটনা।


নিহত দেলোয়ার হোসেন ফকির ওই গ্রামের মৃত সোহরাফ হোসেন ফকিরের ছেলে।


নিহতের ছেলে ফরসাল ফকিরের দাবি, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তার ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের সাথে তার বাবা দেলোয়ার হোসেনের বাকবিতণ্ডা হয়। এ সময় তার ছোট কাকি (জাহাঙ্গীরের স্ত্রী) সুরমা আক্তার সাথী ও তার ছেলে জাহিদ হোসেনের হামলায় ঘটনাস্থলেই তার বাবা দেলোয়ার ফকির নিহত হয়েছেন।


গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও পড়ুন: বাসায় ডেকে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে


হামলার অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর হোসেন ফকির বলেন, বাকবিতণ্ডার একপর্যায়ে অসুস্থ হয়ে দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেছেন।


গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, দেলোয়ার হোসেন ফকিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। রোববার সকালে মরদেহ মর্গে পাঠানো হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন