ছেলের কীর্তির কথা গর্ব করে বলছেন বাবা, পেছনে ছেলের কাছে ভক্তদের নানা আবদার। রেকর্ড গড়া মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব কতোটা সুখী, তা তার অভিব্যক্তিতে স্পষ্ট।
মুশফিকের বাবা মাহবুব হাবিব বলেন, 'আমরা সবাই ছিলাম। আমরা খুব উপভোগ করেছি। আমাদের আশার চেয়েও বেশি হয়ে গিয়েছে ওর সেঞ্চুরিটা।'
বিকেএসপি থেকে ক্রিকেটের পাঠ। ধীরে ধীরে জাতীয় দল। এরপর কাটিয়ে দেয়া এতোগুলো বছর। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি হাঁকানো। সবকিছু স্বপ্নের মতো লাগে মুশফিকের বাবার কাছে।
আরও পড়ুন: শততম ম্যাচে শতক হাঁকিয়ে ইতিহাসের পাতায় মুশফিক
মুশফিকের বাবা বলেন, 'ও খুব সৎ ছেলে, ও খুব টাইম মেইনটেইন করে চলে। (আজকের ইনিংসটা) স্পেশালের স্পেশাল বলতে হবে। ওর সেঞ্চুরি ১৩তম, তবে আমার কাছে মনে হয় টেন্ডুলকার যে শততম শতক করেছিলো তেমন অনুভূতি দিচ্ছে। কারণ, বাংলাদেশের মতো দেশে বেড়ে উঠে ২০ বছর ধরে ক্রিকেট খেলা খুব সহজ না।'
মুশফিককে ভালোবেসে বাংলাদেশিরা মিস্টার টেস্ট ডাকতেও পারে। তবে ভবিষ্যতে ১০০ টেস্ট খেলা আরও অনেক খেলোয়াড় যোগ হবেন এমনটাই বিশ্বাস করেন মুশফিকের বাবা।
মাহবুব হাবিব বলেন, 'বাংলাদেশের খুব কম ক্রিকেটারই আছে যারা ২০ বছর ধরে ক্রিকেট খেলছে। তবে আমার মনে হয়, আর ১৫ বছর খেললেই (অনেক ক্রিকেটার) ১০০ টেস্ট খেলতে পারবে।'

১৪ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·