ছুটি শেষে দেশে না ফেরায় চবির দুই শিক্ষককে চাকরিচ্যুতি

৩ সপ্তাহ আগে
ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে দেশে না ফেরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ায় সিন্ডিকেট সভার জরুরি বৈঠকে তাদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেয়া হয়।

বুধবার (২৬ মার্চ) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬০তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।


চাকরিচ্যুত হওয়া দুই শিক্ষক হলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু দেব বর্মণ ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত দারিনা কামাল।


শান্তনু দেব বর্মণ ২০১৭ সালের ৪ নভেম্বর কানাডায় পিএইচডি করতে ছুটি নেন, যার মেয়াদ শেষ হয় ২০২৩ সালের ৩ জানুয়ারি। অন্যদিকে, রিফাত দারিনা কামাল ২০১৯ সালের ১৫ জুলাই ছুটি নিয়ে একই উদ্দেশ্যে কানাডায় যান এবং তার ছুটির মেয়াদ শেষ হয় ২০২২ সালের ১৪ জুলাই। তবে নির্ধারিত সময় শেষে তারা কেউই বিশ্ববিদ্যালয়ে ফেরেননি বা প্রশাসনের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।


আরও পড়ুন: চাকরির নামে ৫৮ লাখ টাকা আত্মসাৎ, চবি কর্মচারী বরখাস্ত

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন ছুটি শেষ হওয়ার পর তাদের তিনবার নোটিশ পাঠায় এবং পত্রিকায় বিজ্ঞাপনও দেয়। কিন্তু কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় শেষ পর্যন্ত সিন্ডিকেট সভায় তাদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়া হয়।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, বারবার যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি। এতে একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়েছে। তাই সিন্ডিকেট সর্বসম্মতভাবে তাদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে।


আরও পড়ুন: চবি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

 

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া ভালো উদ্যোগ, কিন্তু শিক্ষকদের সময়মতো বিশ্ববিদ্যালয়ে ফিরে দায়িত্ব পালন করা উচিত। তারা তা করেননি, যা বিশ্ববিদ্যালয়ের ক্ষতির কারণ হয়েছে। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন