বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিবের ব্যক্তিগত ভেরিফাউড ফেইসবুক আইডিতে এ কমিটি প্রকাশ করা হয়।
এতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি এবং মো. রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আরাফাত রহমান জিম, সহসভাপতি শাহীন আহমেদ, হাসিবুল হাসান, আব্দুল্লাহ আল মাসুদ, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল রুমান, মো. রোকনুজ্জামান রোকন সরকার, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন, দপ্তর সম্পাদক সজীব মিয়া।
ময়মনসিংহ মহানগর কমিটির নেতারা হলেন- সভাপতি-গোবিন্দ রায়, সিনিয়র সহসভাপতি মুরতাজা হোসাইন, সহসভাপতি মো: রিপন মিয়া, ফজলে রাব্বি, মাহামুদুল হাসান অপু, সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকিরুল হক তোহা, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, ইমন চৌধুরী শামীম, সাংগঠনিক সম্পাদক সাদ আকন্দ সাব্বির, প্রচার সম্পাদক সৈয়দ সেফাত ফারুকী আনান।
আরও পড়ুন: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত
উত্তর জেলার নবগঠিত কমিটির নেতারা হলেন- সভাপতি নূরুজ্জামান সোহেল, সিনিয়র সহসভাপতি নাইমুর আরেফিন পাপন, সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, মাসুদ আলম (মাসুদুল আলম মাসুদ), নাদিম সারোয়ার টিটু, সাধারণ সম্পাদক এ.কে.এম সুজা উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোস্তফা মনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সরকার শাওন, রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম রুবেল, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার।
এছাড়াও নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ ছাত্রদলের নতুন কমিটির নেতারা হলেন- সভাপতি- হুজ্জাতুল খান মুন, সিনিয়র সহ সভাপতি নাসিফুল হাসান মৃধা, সহসভাপতি তৌহিদ জামান বিজয়, সাধারণ সম্পাদক মোস্তাক সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক নাদিম আহমেদ মারুফ, সাংগঠনিক সম্পাদক তানজিল তালুকদার, দপ্তর সম্পাদক: নাইমুল হাসান বাধন (যুগ্ম সম্পাদক পদমর্যাদা), প্রচার সম্পাদক ইমি আক্তার দোলা।
আরও পড়ুন: রাজনৈতিক কারণে সাম্যকে হত্যা, বললেন রিজভী
একই সঙ্গে গঠন করা হয়েছে কোতোয়ালি থানা ছাত্রদলের কমিটি। এই কমিটির নেতারা হলেন- সভাপতি আরিফ রাব্বানী, সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান পারভেজ, সাধারণ সম্পাদক সাজিদ হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক অরূপ মজুমদার সিজার। আগামী ২১দিন থেকে ১ মাসের মধ্যে আংশিক ঘোষিত এসব কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।