বুধবার (১ জানুয়ারি) দুপুরে জেলা শহর মাইজদীতে সদর ও পৌর ছাত্রদলের উদ্যোগে র্যালিটি শহীদ মিনার থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি ছলিম উল্যা বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান নোমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক ওয়াসিম প্রমুখ।
আরও পড়ুন: ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারুণ্যের স্লোগানে মুখরিত ময়মনসিংহ নগরী
এছাড়া ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। এদিন বেলা ১১টায় নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন