ছাত্র-জনতার ওপর হামলা, আওয়ামীপন্থি ৮ আইনজীবী কারাগারে

৩ সপ্তাহ আগে
খুলনায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা আইনজীবী সমিতির আট সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামিরা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী আইনজীবী পরিষদের বিভিন্ন পদে ছিলেন।

রোববার (১২ জানুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার তাদের জামির নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলার অপর ১৫ জন আসামির জামিন মঞ্জুর করা হয়।


কারাগারে যাওয়া আইনজীবীরা হলেন- খুলনা মহানগর যুবলীগের সাবেক সদস্য আল আমিন উকিল, স্বেচ্ছাসেবক লীগ নেতা তমাল কান্তি ঘোষ, আবদুল কুদ্দুস, সোহেল পারভেজ, সুমন্ত কুমার বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা শেখ শামীম আহমেদ পলাশ, সাইদুর রহমান টুটুল ও মো. মেহেদী হাসান।


বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী ও খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল হাসান রুবা।


আরও পড়ুন: ৫ জনকে হত্যা মামলায় কনস্টেবল সুজন কারাগারে


এর আগে গত ২১ সেপ্টেম্বর খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য মো. এমাম হোসেন বাদী হয়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ ২৮ জনের নাম উল্লেখ করে খুলনা সদর মামলা দায়ের করেন। উল্লিখিত আসামিদের মধ্যে ২৩ জন গত ৩ ডিসেম্বর উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশেই তারা রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন।


প্রসঙ্গত, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী, অ্যাডভোকেট আনিসুর রহমান পপলু ও অ্যাডভোকেট জেসমিন পারভীন জলি এ মামলায় পলাতক রয়েছেন

]]>
সম্পূর্ণ পড়ুন